ফুলগাজীতে ৬শত শিক্ষার্থী, মাদক, ধর্ষণ ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়েছে
মঙ্গলবার (১০ মার্চ) ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টায়, টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে বাল্যবিবাহ, যৌন হয়রানি ও ধর্ষণ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
পরে বিদ্যালয়ের ৬শত শিক্ষার্থী মাদক, ধর্ষণকে লাল কার্ড ও দেশপ্রেমকে সবুজ কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আছমা আক্তার, ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি মোঃ মোর্শেদ, দৈনিক সমকাল পত্রিকার ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, অালোকিত ব্লাড ডোনার ক্লাবের প্রধান উপদেষ্টা ইসমাঈল হোসেন রাব্বি প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস